কেমন আছেন সোনালি, ছবি পোস্ট করে জানালেন ভক্তদের!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
গত বছর ধরা পড়েছিল তার ক্যানসার। তারপর থেকেই শুরু হয়েছে লড়াই। ভক্তরা সব সময়ে নজর রেখেছেন বলিউডের অভিনেত্রীর শারীরিক অবস্থার উপরে। সোনালিও নিয়মিত আপডেট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নিউ ইয়র্কে চিকিৎসা চলছিল তার। আপাতত সুস্থ হয়ে দেশে ফিরেছেন তিনি। শেয়ার করলেন নতুন ছবি।
ইনস্টাগ্রামে নতুন ছবিটি শেয়ার করেছেন সোনালি। সেখানে দেখা যাচ্ছে রৌদ্রস্নাত সোনালিকে। দেখে নিন সেই ছবি—
হাসিমুখে নিজের হাতে ধরা মোবাইল ফোনটির দিকে দেখছেন তিনি। হয়তো কোনো লেখা পড়ছেন। কিংবা কোনো ভিডিও বা ছবি দেখছেন। তার মুখে এসে পড়েছে শীতের রোদ্দুর।
সোনালি ছবির ক্যাপশনে লিখেছেন, আমি রোদ শুষে নিচ্ছি। আমি সকলকে উজ্জ্বল হয়ে ওঠার আহ্বান জানাই। আমি কারোকে দায়ী করতে চাই না। যখনই আমি অক্ষম বোধ করি, আমি সামনের দিকে তাকাই। আমি রোদ্দুর শুষে নিতে চাই।
সোনালির সুস্থতার কামনায় গোটা বলিউড। তার নতুন ছবি দেখে আপাতত আশ্বস্ত হচ্ছেন নেটিজেনরা।
