দুই বছর পর সুজানা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৭ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর বর্তমানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘সুজানাস ক্লোজেট’ নিয়েই ব্যস্ত রয়েছেন। নাটক বা বিজ্ঞাপনের মানুষ হলেও মাঝে মাঝে মিউজিক ভিডিওতেও কাজ করেন। সবশেষ ২০১৬ সালে ‘কেউ না জানুক’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে দারুণ প্রশংসিত হন। সম্প্রতি আবারো একটি গানের মডেল হয়েছেন সুজানা। গানটির শিরোনাম ‘হঠাৎ’। গতকাল ৭ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে।
গেলো বছরের ডিসেম্বরে এই গানটির দৃশ্যধারণ করা হয় কক্সবাজার ও সেন্টমার্টিনের বিভিন্ন মনোরমে লোকেশনে। এই গানটি লিখেছেন কণ্ঠশিল্পী তাহসান, সুর ও সংগীত করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক বালাম। গানটির ভিডিও পরিচালনা করেছেন পরাগ ও ভাস্কর।
নতুন গান-ভিডিওর মডেল হয়ে দারুণ উচ্ছাসিত সুজানা। তিনি বলেন, গানটির কথা ও সুর দুটোই আমাকে টেনেছে। এছাড়া আমার উপস্থাপনটাও একটু অন্যরকম। নতুন একটি চরিত্র ও গেটআপে ভিন্নতা থাকছে। এখানে একটি চঞ্চলা মেয়ের চরিত্রে অভিনয় করেছি।
বিজ্ঞাপন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের হাত ধরে মিডিয়ায় কাজ শুরু সুজানার। তার নির্মিত সানক্রেস্ট-এর বিজ্ঞাপনে প্রথম মডেল হন সুজানা। এ বিজ্ঞাপনের ‘যদি বন্ধু হও হাতটা বাড়াও’ জিঙ্গেলটি বেশ জনপ্রিয়তা পায়। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়ে পেয়েছেন জনপ্রিয়তা।
আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটি ‘দ্য ইন্ডাস্ট্রি’ নামের ইউটিউব চ্যানেল প্রকাশিত হলো সুজানার ‘হঠাৎ’ গানের মিউজিক ভিডিও।
