শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

আলিয়া তো করণের সয্যাসঙ্গী, বিস্ফোরক মন্তব্য কঙ্গনার!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

মুখের ওপর স্পষ্ট কথা বলেন। তাতে মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার তিনি সরাসরি আক্রমণ করলেন আলিয়া ভাট্টকে। 

 

স্পষ্ট জানালেন, আলিয়ার কোনো নিজস্বতা নেই। তিনি পরিচালক কর্ণ জোহরের সয্যাসঙ্গী এবং হাতের পুতুল।

কঙ্গনার অভিযোগ, কোনো সমস্যায় সহকর্মী হিসেবে তিনি আলিয়াকে পাশে পাননি। ‘মণিকর্নিকা’ মুক্তির আগেও আলিয়া কখনোই কঙ্গনাকে সমর্থন করেননি। 

 

কঙ্গনার ভাষায়, আমি ব্যক্তিগতভাবে আলিয়ার কাছে জানতে চেয়েছিলাম, মণিকর্ণিকা সংক্রান্ত বিতর্কে ওর কী মত। এটা তো আমার ব্যক্তিগত বিষয় নয়। একটা সিনেমা। কিন্তু সে সময় ও কোনো কথা বলেনি। আসলে ওর নিজের কিছু বলার ক্ষমতাই নেই। ও তো কর্ণ জোহরের সঙ্গে রাত্রিযাপন করে। যে তো করণের হাতের পুতুল। সেই নিরিখে আলিয়াকে সফলও বলব না আমি।

আলিয়াকে সফল না বলার কারণ উল্লেখ করে কঙ্গনা বলেন, একজন নায়িকা যখন পরিচালকের কাছে নিজের শরীর বিলিয়ে দেয় তখন পরিচালক তাকে কাজ দেয়। আর এ কাজ পেয়ে যদি কেউ রাতারাতি আলোচনায় চলে আসে তাহলে সে সফল নয়।

এদিকে, ‘মণিকর্ণিক’ নিয়ে আলিয়া যে ব্যবহার করেছে তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তার কথায়, কঙ্গনা নিশ্চয়ই আমাকে অপছন্দ করে না। কিন্তু ওর খারাপ লেগেছে, এমন কোনো আচরণ যদি আমি করে থাকি, তার জন্য ক্ষমা চাইছি।

এর আগে কর্ণ জোহরের সঙ্গেও বিতর্কে জড়িয়েছিলেন কঙ্গনা। সেই রাগেই কি এবার নিশানা করলেন আলিয়াকে? প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির ভিতরেই।