শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

শেখ হাসিনা স্টেডিয়ামের ডামি নকশা প্রকাশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪২ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

পূর্বাচলে নির্মিতব্য শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ডামি নকশা প্রকাশ করা হয়েছে। 

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ান হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নকশা প্রকাশ করা হয়।

বিসিবির কর্তা-ব্যক্তিরা ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

মনোহরকে বিসিবির পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানেই শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নকশা উন্মোচন করা হয়। কাঁচের বাক্সে ঘেরা দৃষ্টিনন্দন নকশাটি উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

 

এ সময় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ২০২৩ সালের মধ্যে পূর্বাচলের এই স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হয়ে গেলে বিশ্বকাপের মত বড় আসর আয়োজনের চেষ্টা করবে বোর্ড। তিনি বলেন, ২০২৩ সালের পর আলোচনা হবে। এর মধ্যে নতুন স্টেডিয়ামটি শেষ করতে পারলে ইভেন্ট আনার সুযোগ হবে। আশা করি সুন্দর একটি স্টেডিয়াম করতে পারবো।

নিকট ভবিষ্যতে বাংলাদেশকে কোনো বড় আসর আয়োজনের দায়িত্ব দেয়া হবে কি না এমন প্রসঙ্গে শশাঙ্ক মনোহর বলেন, ২০২৩ সাল পর্যন্ত আয়োজকদের নাম ঘোষণা করা আছে। এরপর হয়তো বাংলাদেশের নাম আসতে পারে। আয়োজক হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছে। আর নাজমুলের অধীনে বাংলাদেশের ক্রিকেটতো ভালোই করছে।

 

সম্প্রতি পূর্বাচলে নির্মিতব্য স্টেডিয়ামটির জন্য ৩৭.৪৯ একর জায়গা বুঝে পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জায়গা পাওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্টেডিয়ামটির নাম শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম করার ঘোষণা দেয় বিসিবি। এছাড়া ক্রিকেট অঙ্গনে নির্মিতব্য স্টেডিয়ামটি পরিচিত পাচ্ছে ‘দ্য বোট’ নামে।

এই স্টেডিয়ামটির নির্মাণকাজে সরাসরি যুক্ত থাকবে বিসিবি। অত্যাধুনিক স্টেডিয়ামটিতে থাকবে পাঁচ তারকা হোটেল, সুইমিংপুলসহ আন্তর্জাতিক ক্রিকেটারদের সব ধরনের সুবিধাদি। সুবিশাল ক্রিকেট কমপ্লেক্সের কারণে পূর্বাচল স্টেডিয়াম বিশ্বের অন্যতম সুন্দর ও অত্যাধুনিক স্টেডিয়াম হয়ে উঠবে বলে প্রত্যাশা ক্রিকেট বোর্ডের।