একুশে পদকের পর সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সুবর্ণা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪১ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
নতুন বছরের শুরুটা বেশ ভালো যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার। গেল বুধবার (৬ ফেব্রয়ারি) খবর পেলেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান একুশে পদকে ভূষিত হওয়ার। শুক্রবার তিন দিন যেতে না যেতেই পেলেন আরেক সুখবর। যা কিনা রাষ্ট্র পরিচালনায় সরাসরি অবদান রাখার সুযোগ।
গুণী এই অভিনয়শিল্পী একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের এমপি হিসেবে মনোনীত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে গণভবন থেকে ৪১জন সংরক্ষিত নারী এমপিদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত ওই তালিকায় ২২ নম্বরে ঢাকা থেকে সুবর্ণা মুস্তাফার নাম উল্লেখ করা হয়। দলটির একাধিক সূত্র থেকেও খবরটির নিশ্চয়তা পাওয়া গেছে।
এদিকে একুশে পাওয়ার পর থেকেই সহকর্মীদের উঞ্চ অভ্যর্থনায় ভাসছেন এ অভিনেত্রী। আজ এমপি হওয়ার খবর পাওয়ায় তার সঙ্গে যোগ হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
গেল ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৫৯টি আসনে জয়লাভ করে। নিরঙ্কুশ এ বিজয়ের পর নতুন উদ্যমে সরকার গঠন করে দলটি।
সংবিধান অনুযায়ী ৫০টি সংরক্ষিত নারী আসন পূরণের লক্ষ্যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, অন্যান্য দল ১টি (ওয়ার্কার্স পার্টি) ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পাবেন।
গেল ১৫ জানুয়ারি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদনপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। এতে চার দিনে মোট ১ হাজার ৫১০টি মনোনয়নপত্র বিক্রি হয়। এসময় শোবিজ অঙ্গনের অনেকেই মনোনয়ন গ্রহণ করেন।
