আজ শেষ হচ্ছে বিপিএল ক্রিকেট তক্ক!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে পুরো বাংলাদেশ মেতেছিলো বিপিএল উন্মাদনায়। আজ শেষ হচ্ছে দেশীয় ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ৬ষ্ঠ আসরে মাঠ কাঁপিয়েছেন দেশে ও দেশের বাইরের তারকা খেলোয়াররা। অংশ নেওয়া সাতটি দলই লড়াই করেছেন হাড্ডাহাড্ডি। ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত এবারের আসরের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করছে ‘গাজী স্যাটেলাইট টেলিভিশন’ (জিটিভি)।
খেলা সরাসরি সম্প্রচারের পাশাপাশি জিটিভি প্রচার করে ক্রিকেট নিয়ে বিশেষ তক্কানুষ্ঠান ‘ক্রিকেট তক্ক’। বিপিএলের গত আসরেও এই অনুষ্ঠানটি সম্প্রচার করে জিটিভি। ক্রিকেট নিয়ে বিপিএলের গত আসরে এটা ছিলো আলোচিত এবং প্রশংসিত অনুষ্ঠান। গতবারের সেই ধারা অব্যহত রেখে এবারের আসরের ‘ক্রিকেট তক্ক’র পর্ব গুলো বেশ আলোচিত হয়। তবে এবারের আসরের উপস্থাপনা, আলাপচারিতা এবং তর্কে পরিবর্তন আনা হয়েছিলো। যা ক্রীড়ামোদী দর্শকদের আলাদা বিনোদন দিয়েছে। এই তক্কে অংশগ্রহণ করে নিজের দলের পক্ষে কথা বলেছেন অনেক তারকা। একটি লোকাল ক্যাফেতে বসে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শামীম জামান, সাজু খাদেম এবং সাঈদ বাবু।
আশিক ইব্রাহীমের প্রযোজনায় অনুষ্ঠানটি বিপিএল চলাকালীন সময়ে, প্রতিদিন সকাল ১১ টা এবং বিকাল ৪টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হয়েছে। এবং আজ প্রচারিত হবে অনুষ্ঠানটির শেষ পর্ব।
