শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভালোবাসা দিবসের মিউজিক ভিডিওতে এবিএম সুমন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবি দিয়ে বাজিমাত করেছেন তিনি। সোয়াট দলের ইনচার্জ চরিত্রে দুঃসাহসিক অভিযান দেখিয়ে পেয়েছেন প্রশংসা। তারপর থেকে বিরতিতে ছিলেন এবিএম সুমন।

 

গেল বছরের শেষদিকে ‘কুয়াশা’ নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে আবারও দেখা মেলে তার। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিরিজে তার বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা।

 

তারপর প্রায় দেড় মাসের বিরতি কাটিয়ে আবারও দর্শকের সামনে হাজির হলেন এই অভিনেতা। তবে এবার পরিচয়টা খানিকটা ভিন্ন। সুমন সম্প্রতি কাজ করেছেন একটি গানের মিউজিক ভিডিওতে। ভালোবাসা দিবস উপলক্ষে সেটি প্রকাশ হলো ৭ ফেব্রুয়ারি।

ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হওয়া ভিডিওটিতে সুমন হাজির হয়েছেন নতুন আঙ্গিকে। নির্মাতা শাহরিয়ার পলক বেশ যত্ন করে ভিডিওটি তৈরি করেছেন দৃষ্টি নন্দন লোকেশনে। ‘তুমি নেই’ শিরোনামের গানের ভিডিওতে রোমান্টিক সুমনকে দেখে ইতিমধ্যেই মুগ্ধতা প্রকাশ করছেন দর্শক। এবিএম সুমনের সঙ্গে ভিডিওতে দেখা গেছে গায়িকা সিঁথিকেও।

গৌরব মন্ডল জনের কথা ও সৈয়দ তামিমের সুরে গানটির সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি।

ধ্রুব মিউজিক স্টেশন ভালোবাসা দিবসের আয়োজনের অংশ হিসেবে ৭ ফেব্রুয়ারি তাদের ইউটিউব চ্যানলে অবমুক্ত করে গানের ভিডিওটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

প্রসঙ্গত, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন এবিএম সুমন। মডেল হিসেবে জনপ্রিয়তা অর্জনের পরে ‘অচেনা হৃদয়’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে পদার্পণ করেন। মার্শাল আর্টে দক্ষ সুমন তার সুঠাম শরীর এবং আকর্ষণীয় চেহারার কারণে দ্রুত নজর কাড়তে সক্ষম হন।

তবে তার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হয়ে আসে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সুমন অভিনীত ‘আদি’ ছবিটি। তাকে দেখা যাবে মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ ছবিতে।

এদিকে বর্তমানে হাতে আছে ‘দাহকাল’ নামের একটি ছবি। ধ্রুব রহমানের পরিচালনায় এই ছবিটি নির্মিত হবে অ্যাকশন-থ্রিলারধর্মী গল্পে। ছবিটিতে সুমনের নায়িকা হিসেবে থাকবেন নবাগতা পারমিতা।