কুমারীত্ব পরীক্ষা যৌন হয়রানি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
বিয়ের আগে নারীর কুমারীত্ব পরীক্ষা করা যাবে না। এটি শাস্তিযোগ্য অপরাধ। ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার বুধবার এমন বক্তব্য দিয়েছে।
এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রঞ্জিত পাতিল এই ইস্যু নিয়ে সামাজিক কয়েকটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। ওই প্রতিনিধিদলে শিবসেনার মুখপাত্র নীলম গোরে ছিলেন।
পরে সাংবাদিকদের রঞ্জিত পাতিল বলেন, কুমারীত্ব পরীক্ষাকে যৌন হয়রানির ধরন হিসেবে বিবেচনা করা যেতে পারে। আইন ও বিচার বিভাগের সঙ্গে আলোচনার পর এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হবে।
কারজারভাট সম্প্রদায়সহ বেশ কিছু সম্প্রদায়ে এ ধরনের প্রথা চালু রয়েছে। এসব সম্প্রদায়ের মানুষ এই প্রথার বিরুদ্ধে অনলাইনে প্রচার চালাচ্ছেন।
