রাতের অনুষ্ঠানে গর্জিয়াস লুক পেতে!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

শীতকাল মানেই জমকালো বিয়ের দাওয়াত, জন্মদিন,পার্টি আরো কত আয়োজন। বিভিন্ন পার্টিনহ বিয়ের অনুষ্ঠানে কেমন হবে আপনার সাজ তা নিয়েই আজকের আয়োজন। শীতকালে ত্বক একটু শুষ্ক ও রুক্ষ থাকে তাই এসময় মেকাপের বিষয়ে জোর দেয়া উচিত। তবে জেনে নিন শীতের রাতে গ্ল্যামারাস লুক পেতে যেভাবে মেকাপ করবেন-
১) ময়েশ্চরাইজার: যেকোনো ত্বকে মেকাপ করার পূর্বে একটি ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করে কিছুক্ষণ অপেক্ষা করুন।
২) প্রাইমার: এবার মুখে জেল বেসড প্রাইমার লাগিয়ে নিন। প্রাইমার খুব সামান্য পরিমাণ ব্যবহার করবেন। আর মুখে লোমকূপের উল্টা দিকে প্রাইমার ঘষাঘষি করবেন না।
৩) ফাউন্ডেশন: শীতে যেহেতু ত্বক শুষ্ক হয় তাই লিকুইড ফাউন্ডেশন বেছে নিন। ত্বকের ধরণ ও স্কিন টোনের সঙ্গে মিলে যায় এমন ফাউন্ডেশন বেছে নিন। এক শেড বেশি হলে রাতের পার্টিতে আকর্ষণীয় লুক আনা যায়।
৪) কন্সিলার: ত্বকে দাগ থাকে কন্সিলার ব্যবহার করতে পারেন। এছাড়া এটি বাদ দিতে পারেন মেকাপ লিস্ট থেকে।
৫) লুজ পাউডার: এবার অল্প পরিমাণ কমপেক্ট বা লুজ পাউডারের লাগিয়ে নিন।
৬) আইভ্রো: চোখের সাজকে আকর্ষণীয় করতে আইভ্রো একটু হাইলাইট করতে হবে। হালকা বাদামী বা কালো রংয়ের আইভ্রো পেন্সিল দিয়ে ভ্রু এঁকে নিন।
৭) আইশ্যাডো: রাতের পার্টিকে আরে জমকালো করতে গুরুত্বপূর্ণ অবদান মনে হয় চোখের সাজেই বেশি। চোখটাকে একটু গর্জিয়াজ লুকে সাজালে আপনাকে দেখাবে আকর্ষণীয়। পোশাকের রংয়ের সঙ্গে মিলিয়ে অথবা গ্লিটার আইশ্যাডো ব্যবহার করতে পারেন। পছন্দসই রঙ মিলিয়ে নিজেই চোখের সাজটি সম্পন্ন করতে পারেন। এছাড়া স্মোকি শ্যাডোও ব্যবহার করতে পারেন।
৮) আইলাইনার ও মাসকারা: চোখের সাজে আইশ্যাডো লাগানোর পর অবশ্যই আইলাইনার ব্যবহার করবেন। চোখের আকার বুঝে আইলাইনার লাগিয়ে নিন। আর একটু টেনে লম্বাটে আইলাইনারের চল রয়েছে রাতের সাজে। তাহলে চোখটা বড় ও আকর্ষণীয় দেখাবে। এরপর চোখের পাপড়িতে মাসকারা লাগিয়ে নিন। চাইলে চোখের পাপড়িতে আইল্যাশ ব্যবহার করতে পারেন।
৯) লিপস্টিক: যেকোনো সাজ লিপস্টিক ছাড়া পূর্ণতা পায় না। রাতে জমকালো লুকের জন্য একটু ডার্ক শেডের লিপস্টিক লাগাতে পারেন। চোখের সাজ বেশি গর্জিয়াস হলে ন্যুড রংয়ের লিপস্টিক বাছাই করতে পারেন।
১০) সেটিং স্প্রে: মেকাপ সম্পন্ন হবার সর্বশেষ ধাপ হলো সেটিং স্প্রে। শীতকালে সেটিং স্প্রে ব্যবহার নাও করতে পারেন। তবে দীর্ঘক্ষণ মেকাপ সেট রাখতে সেটিং স্প্রে লাগিয়ে নিন।