‘রিমেক’ ছবিতে সালমান খান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
বর্তমানে বেশকিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলিউড তারকা সালমান খান। আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিং করছেন এখন। তারপর এপ্রিলে শুরু করবেন প্রতীক্ষিত ‘দাবাং’-এর তৃতীয় কিস্তির শুটিং।
তারপরই তিনি কাজ শুরু করবেন দক্ষিণ কোরিয়ান ব্যবসা সফল ভেটেরান ছবির হিন্দি সংস্করণের ছবিতে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, এরইমধ্যে দক্ষিণ কোরিয়ান এই ছবিটির প্রযোজনা সংস্থা সিজে এন্টারটেইনমেন্ট ও সালমান খানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে এসব নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। একজন পুলিশ অফিসারের গল্প নিয়ে গড়ে উঠেছে ছবির কাহিনী।
ভেটেরান দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ব্যবসা সফল ছবি। হিন্দি সংস্করণে এই ছবির নাম কী হবে সেটা এখনো অপ্রকাশিত। পরিচালকের নামও প্রকাশ করা হয়নি। বিস্তারিত তথ্য জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সালমার ভক্তদের।
যদিও শুটিং চলা ‘ভারত’ ছবিটিও একটি কোরিয়ান ছবির হিন্দি সংষ্করণ। দক্ষিণ কোরিয়ান ওড টু মাই ফাদার ছবির হিন্দি রিমেক ভারত। এটি চলতি বছর ঈদে মুক্তি পাবে।
