তিল থেকে ক্যান্সার!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৭ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

শরীরে তিল থাকাকে অনেকেই সৌভাগ্যের প্রতীক মনে করেন। আবার সৌন্দর্য বর্ধনে তিলের তুলনা হয় না। কিন্তু জানেন কি? শরীরের সৌন্দসৌন্দর্য্যবর্ধক তিল থেকে ত্বকে হতে পারে মেলানোমা নামক ক্যান্সার। জেনে নিন এই ক্যান্সারের লক্ষণ-
তিল সাধারণত গোলাকৃতি বা ডিম্বাকৃতির হয়ে থাকে। কিন্তু মেলানোমার এরকম নির্দিষ্ট কোনো আকৃতি থাকে না। শরীরে তিলগুলোসাধারণত একই রঙের হয়ে থাকে। কিন্তু এটি মেলানোমায় পরিণত হতে শুরু করলে এর রঙের গাঢ়ত্বের পরিবর্তন দেখা দেয়। তিলপ্রাথমিক অবস্থা থেকে বড় হওয়া বিপদের লক্ষণ। সাধারণভাবে বলা হয় ৬ মি.মি-এর বড় হলে সতর্ক হওয়া প্রয়োজন। সমতল তিলহঠাৎ উঁচু হয়ে বা একটি পিণ্ডের মত হতে ওঠতে পারে অথবা আগের চেয়ে শক্ত বলেও মনে হতে পারে। এছাড়াও তিলে চুলকানি,রক্তপাত বা প্রদাহ দেখা দিলেও তা সতর্ক হতে হবে।
ফর্সা চামড়ার অধিকারীরা অর্থাৎ যাদের শরীরে মেলানিন কম তারা ঝুঁকিতে আছেন। কারণ সূর্যের অতি বেগুনি রশ্মিতে তাদেরত্বকের ক্ষতি হয় তুলনামূলক বেশি। শরীরে ৫০টির বেশি তিল থাকলে বা তা সংখ্যায় বাড়তে থাকলে ঝুঁকি বাড়তে থাকে। এজন্য সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে বাঁচতে দুই থেকে তিন ঘণ্টা পর পর সানস্ক্রিন লাগাতে হবে। পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি গ্রহণকরতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে। উপরোক্ত লক্ষণসমূহের সঙ্গে মিল পেলে দ্রুত চিকিৎসকেরপরামর্শ নিতে হবে।