শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘আবেগী মেঘের ভিতর’ জোভান-মম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫১ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

লাক্স তারকা জাকিয়া বারী মম দীর্ঘদিন ধরেই দেশীয় শোবিজের প্রিয় মুখ। বিজ্ঞাপন, নাটক ও সিনেমা সব মাধ্যমেই দক্ষতার ছাপ রেখেছেন। অনবদ্য অভিনয়ের মাধুর্যে মুগ্ধ করেছেন অগুনতি দর্শকদের। অন্যদিকে এই সময়ের নাট্যাঙ্গনের জনপ্রিয় তারকা ফারহান আহমেদ জোভান। অল্প সময়ে প্রতিভা দিয়ে শক্ত অবস্থান করে নিয়েছেন তিনি। 

 

সম্প্রতি এ দুজন জুটি বেধে অভিনয় করেছেন নাটক ‘আবেগী মেঘের ভিতর’। 

এ খন্ড নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ আর পরিচালনা করেছেন সরদার রোকন। নাটকটিতে জোভান-মম ছাড়াও আরো অভিনয় করেছেন সিয়াম নাসির, জিদান সরকার প্রমূখ।

 

নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা সরদার রোকমন জানান, নাটকটিতে লোপা চরিত্রে অভিনয় করেছেন মম, আর আতিফ চরিত্রে জোভান। নাটকটির দৃশ্যে, লোপা একটি বেসরকারি প্রতিষ্ঠানের বস। একদিন লোপার গাড়িতে আতিফ এক্সিডেন্ট হয়। তারপর অফিসে গিয়ে দেখে লোপা আতিফের বস। সেই সুবাদে বন্ধুত্ব হয় দুজনের। এদিকে আতিফ পছন্দ করতে শুরু করে লোপাকে কিন্তু লোপা আতিফকে শুধুই বন্ধু ভাবে। 

কারণ লোপার প্রেমিক আছে। এটা জানার পর আতিফ অনেক কষ্ট পায়। হঠাৎ আতিফকে আর খুঁজে পাওয়া যায় না। ৫ বছর পর আতিফের ফোনে একটি আনকমন নাম্বার থেকে ফোন আসে, তারপর...তারপর কী ঘটে জানতে হলে দেখতে হবে নাটকটি।

এই নির্মাতা বলেন, আসছে শুক্রবার রাত আটটায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে সম্প্রচারিত হবে ‘আবেগী মেঘের ভিতর’ নাটকটি। এর গল্পে মম-জোভান দারূণ অভিনয় করেছে। গল্পটাও দর্শকদের মন ছুয়ে যাবে।