শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

গ্র্যান্ড ফিনালে কে হাসবে শেষ হাসি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫০ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

দুই বাংলার শিল্পীদের মধ্যে সেতুবন্ধ তৈরি এবং সংস্কৃতির ঐতিহ্যের ধারা দর্শকদের মাঝে তুলে ধরতে শুরু হয়েছিলো ‘বাজলো ঝুমুর তারার নূপুর’। আর নাগরিক টিভিই প্রথম দুই দেশের শিল্পীদের নিয়ে এমন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উদ্যোগ নেয়। আসছে ৮ ফেব্রুয়ারি ‘বাজলো ঝুমুর তারার নূপুর’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। 

 

নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু জানান, দর্শক নন্দিত এ অনুষ্ঠানটির গ্র্যান্ড ফিনালের সূচনা অধ্যায়টি প্রচারিত হবে আজ রাত ১০টায়। কাল একই সময়ে থাকবে এর দ্বিতীয় অংশ। আর শুক্রবার রাত ১০টায় থাকছে সেই চূড়ান্ত ক্ষণ, যার জন্য প্রতিযোগিতায় অংশ নেয়া তারকারা ধৈর্য, ত্যাগ আর প্রস্তুতি নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলেন। এদিন রাতেই জানা যাবে কোন দল বিজয়ী হচ্ছে কিংবা সেরা প্রতিযোগীই কারা হচ্ছেন।

কামরুজ্জামান বাবু বলেন,  এরই মধ্যে প্রচার হওয়া ৬৬টি পর্বে দুই বাংলার ৩০ জন তারকা অংশ নিয়েছে। প্রতিটি পর্বে প্রধান বিচারক হিসেবে বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন ও কলকাতার এক সময়ের সাড়া জাগানো নায়িকা শতাব্দী রায় যুক্ত ছিলেন। ফাইনাল পর্বগুলোয় বাংলাদেশ থেকে অতিথি বিচারক হিসেবে আছেন অভিনেতা তৌকীর আহমেদ আর কলকাতা থেকে শ্রীলেখা মিত্র। 

 

‘বাজলো ঝুমুর তারার নূপুর’-এর প্রতিটি পর্ব যৌথভাবে উপস্থাপনা করেছেন কলকাতার সৌরভ এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।