শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

অভিনেত্রীর আত্মহত্যা, মোবাইলে চ্যাট ঘিরে রহস্য!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৯ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

জনপ্রিয় তেলুগু অভিনেত্রী নাগা ঝাঁসির (২১) মরদেহ তার হায়দরাবাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। টেলি সিরিয়াল ‘পবিত্র বন্ধন’-এ অভিনয়ের জন্য লাইমলাইটে আসেন ঝাঁসি। অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতেও।

 

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ঝাঁসির বাড়িতে গিয়েছিলেন তার ভাই দুর্গাপ্রসাদ। পুলিশকে তিনি জানান, অনেক বার কলিং বেল বাজানোর পরেও দরজা খোলেননি ঝাঁসি। সন্দেহ হওয়ায় তিনি দরজা ভাঙতেই সিলিং ফ্যানে অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে দুর্গাপ্রসাদ পুলিশে খবর দেন।

পুলিশ আরো জানিয়েছে, হায়দরাবাদের ফ্ল্যাটে একাই থাকতেন ঝাঁসি। অভিনেত্রীর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনের কল ও চ্যাটিং রেকর্ড ঘেঁটে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, মৃত্যুর আগে এক ব্যক্তির সঙ্গে চ্যাটে কথা হয় ঝাঁসির।

 

আত্মীয়-পরিজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে ঝাঁসির সম্পর্ক গড়ে উঠেছিল। তাদের দাবি, অভিনেত্রীর পরিবার সেই সম্পর্ক মানতে চাইছিল না। ফলে বেশ কয়েক মাস ধরেই ঝাঁসি মানসিক অবসাদে ভুগছিলেন বলেও দাবি তাদের।

ঝাঁসি আত্মহত্যা করেছেন, নাকি তাকে খুন করা হয়েছে তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে পুলিশ জানিয়েছ, ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে। 

এই ঘটনায় আরো কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ঝাঁসির ওই দূর সম্পর্কের আত্মীয়েরও খোঁজ চালানো হচ্ছে।