শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

আবারো অনুশকার ছবিতে দেখা যাবে পরমব্রতকে!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৮ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

অনুশকা শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ এর ‘পরী: নট অ্যা ফেয়ারিটেল’ ছবিত অনুশকার সঙ্গে দেখা গিয়েছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও পরমব্রতর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। 

 

জানা যাচ্ছে, অনুশকার প্রযোজনার সংস্থার পরবর্তী ছবিতে ফের দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্য়ায়কে। যদিও এই ছবিতে অনুশকা নিজে অভিনয় করছেন না। ছবিটির পরিচালনা করবেন আরো এক বাঙালি অনভিতা দত্ত। যিনি বলিউডের আরো এক হিট ছবি ‘কুইন’ এর ডায়ালগ লিখেছিলেন। 

তবে শুধু পরব্রত আর অনভিতাই নন, এই ছবিতে পরমব্রতর বিপরীতে যিনি অভিনয় করবেন তিনিও বাঙালি। ইনি আর কেউ নন, কঙ্গনা সেন শর্মা। পাশাপাশি ছবিতে আরো এক বাঙালি অভিনেতা রাহুল বোসকেও দেখা যাবে বলে খবর। তবে কবে থেকে ছবির শ্যুটিং শুরু হচ্ছে তা অবশ্য জানা যায়নি। 

 

সম্প্রতি আরো একটি বলিউড ছবি ‘পিন্ড দান’ ছবিরও শ্যুটিং শেষ করেছেন পরমব্রত। যে ছবির পরিচালনা করেছেন সীমা ফাওয়া। এই ছবিতে পরমব্রতর পাশাপাশি দেখা যাবে বিনয় পাঠক, বিক্রান্ত ম্যাসে। মনোজ ফাওয়া। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের শাহজাহান রিজেন্সিতেও দেখা গেছে পরমব্রতকে।