শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

আইসিইউতে সনু নিগম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৭ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী সনু নিগম। 

 

মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে উপমহাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী সনু নিগমকে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়েছে। 

খবরে বলা হয়, কিছুদিন আগে রাতের খাবার খেতে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে গিয়েছিলেন সনু নিগম। তখন হঠাৎ তিনি নিজের ত্বকে অস্বাভাবিক অ্যালার্জি লক্ষ্য করেন। যা অল্প সময়ের মধ্যে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের কাছে গেলে তারা সনুকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর দ্রুত চিকিৎসার স্বার্থে সনুকে আইসিইউতে রাখা হয়।

 

নানাবতী হাসপাতাল কর্তৃপক্ষ গনমাধ্যমকে জানিয়েছেন, দু’দিন চিকিৎসার পর বলিউডের অন্যতম সেরা এই গায়ক এখন অনেকটাই সুস্থ আছেন। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরো কয়েক দিন সময় লাগবে।

জানা গেছে, শরীরের এমন অবস্থাতেই নাকি 'সুরজ হুয়া মধ্যম' খ্যাত এই গায়ক পরবর্তী কনসার্টের প্রস্তুতি নিচ্ছেন। কনসার্টে অংশ নিতে ওড়িশ্যায় যাবেন তিনি।

এর আগে, সনু ২০১৬ সালে কার্টিলেজ সমস্যার জন্য পায়ে অস্ত্রোপচারের করেন। চিকিৎসকদের কড়া নির্দেশের জন্য বেশ কয়েক মাস বিছানায় শুয়েই দিন কাটে তার। যদিও তখন কনসার্ট বন্ধ থাকলেও গান গাওয়া বন্ধ রাখেননি এই বলি গায়ক।