শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

মাহফুজুরকে কড়া জবাব দিলেন পপি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৬ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

সম্প্রতি এক সংবাদ সংম্মেলনে চিত্রনায়িকা পপিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এবার সেটির কড়া জবাব দিলেন পপি। 

 

কিছুদিন আগে পপি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, পপিকে মেকআপ করে দিচ্ছেন মাহফুজুর রহমান। মূলত পপিকে মেকআপ করা এই ছবি প্রকাশ নিয়েই ক্ষোভ প্রকাশ করেন ড. মাহফুজুর রহমান। মাহফুজুরের সেই ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। অনেকেই ভিডিওটি দেখার পর বলছেন মাহফুজুরের একজন শিল্পীকে নিয়ে এমন বক্তব্য দেয়া ঠিক হয়নি।

বিষয়টি নিয়ে পপি মাহফুজুর রহমানকে নারীর প্রতি সম্মান রেখে কথা বলার পরামর্শ দেন। তিনি বলেন, ওই ঘটনায় তিনি মাহফুজুর রহমানের কাছে ক্ষমা চেয়েছেন বলে যে দাবি করেছেন তা সঠিক নয়। তিনি মাহফুজুর রহমানের কাছে ক্ষমা চাননি।

 

পপি বলেন, নারীর প্রতি মাহফুজুর রহমানের সম্মান রেখে কথা বলা উচিত। অনেক বড় মাপের মানুষ তিনি। তবে আমি বলব, নারীর প্রতি সম্মান রেখে কথা বলা উচিত। শিল্পীদের প্রতি সম্মান দেয়া দরকার।

মাহফুজুর রহমান তাকে মেকআপ করিয়ে দেয়ার ঘটনার বিবরণ দিয়ে পপি বলেন, আমি একটি সিনেমার শুটিংয়ের জন্য এফডিসিতে মেকআপ করছিলাম। সেই সেটে মাহফুজুর রহমান স্যার এসেছিলেন। তিনি যখন দেখেন আমার মেকআপম্যান ঠিকমতো মেকআপ করতে পারছিল না, তখন তিনি নিজেই আমার মেকআপ ঠিক করে দেন। সেই সময় সেখানকার পরিবেশটা হাস্যোজ্জ্বল ছিল। শুটিং সেটে চলচ্চিত্র অঙ্গনের লোকজন ছাড়াও অনেক সংবাদকর্মী এবং আলোকচিত্রীও ছিলেন। সবাই সেই ছবি তুলে ফেলেন। সেই ছবি নিয়ে পত্রিকাসহ গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।

ওই ছবিসহ যে নিউজ হয়েছে সে বিষয়ে পপি বলেন, আমি আজ পর্যন্ত কোনো সাংবাদিককে ফোন করে বলিনি আমার সংবাদ করতে, তারা নিজেরাই ফোন করে আমার কাছ থেকে সংবাদ সংগ্রহ করেন। আমি জানি না, আমার দোষটা কোথায়?

এদিকে বর্তমানে পপি অপেক্ষায় রয়েছেন কাজী আমিরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ লাইফ’ ও বুলবুল বিশ্বাস পরিচালিক ‘কাটপিছ’ চলচ্চিত্র দুটির কাজের।  এছাড়াও তিনি ব্যস্ত রয়েছেন আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’, সাদেক সিদ্দিকীর নির্দেশনায় ‘সাহসী যোদ্ধা’র চলচ্চিত্রের কাজ নিয়ে।