খোঁজ মিললো বিন্দুর!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪৪ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু। ২০০৬ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। মিষ্টি হাসির ভুবন ভুলানো চাহনির বিন্দু সেবার হয়েছিলেন প্রথম রানার্স আপ। ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। অভিনয় করেন শাকিব খানের সঙ্গে ‘এই তো প্রেম’ ছবিতেও। একই সময়ে নাটক ও বিজ্ঞাপন দিয়ে মুগ্ধ করেন দর্শকদের। ধীরে ধীরে হয়ে ওঠেন শোবিজের প্রিয় মুখ।
বিন্দু সবশেষ অভিনয় করেন ‘জাগো’ ছবিতে। এরপর ধীরে ধীরে শোবিজের কাজ কমিয়ে দেন। ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন আসিফ অ্যাপারেলসের কর্ণধার আসিফ সালাহউদ্দিন মালিককে। তারপর মিডিয়া থেকে ক্রমশ দূরে সরে যান বিন্দু। ঘর-সংসারের জন্যই তিনি প্রিয় অঙ্গন থেকে আড়ালে চলে যান।
একটা সময় গিয়ে শোনা যায়, তার দাম্পত্য কলহের কথা। এমনকি শোবিজের কোথাও খুঁজে পাওয়া যায়না বিন্দুকে। তার শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও ভক্তদের মনে প্রশ্ন জাগে তাহলে বিন্দু কোথায়? তবে কি শোবিজের দুনিয়া ছেড়ে নিজেকে আড়াল করে নিয়েছেন তিনি! তাকে কি আর কখনো রঙিন দুনিয়ায় দেখা যাবে না! এই সময়ে বিন্দু কি দেশে নাকি দেশের বাইরে বসবাস করছেন- সেটিও কেউ নিশ্চিত করে কেউ বলতে পারেননি।
গেল বছর আরেক অভিনেত্রী মোনালিসার ফেসবুকে পোষ্ট করা ছবি থেকে ২০১৪ পর ’১৮তে এসে দেখা মিলে বিন্দুর। গত বছর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমেরিকার নিউইয়র্কে সমাবেত হয়ে দিনটি উদযাপন করেছেন বাংলাদেশের টেলিভিশন পর্দার বেশ কয়েকজন অভিনেত্রী। তাদের মধ্যে আছেন আফসানা আরা বিন্দু সঙ্গে আরো ছিলেন রোমানা খান, মোজেজা আশরাফ মোনালিসা, রিচি সোলায়মান ও আঁখি চৌধুরী। এ থেকে ধারণা করা হয় মিডিয়া ছেড়ে নিউইয়র্ককে প্রবাসী জীবন যাপন করছেন বিন্দু।
এরপর আবার এক বছর কোন খবরেই ছিলেন না বিন্দু। সম্প্রতি জানা গেছে, তিনি এখন দেশেই অবস্থান করছেন। সম্প্রতি ‘ব্র্যাক ব্যাংক দৌড়-২০১৯: কল্যাণের পথচলা’ শীর্ষক ম্যারাথনে দেখা গেছে জনপ্রিয় এ অভিনেত্রীকে। ওই ম্যারাথনে আরো অংশ নেন চিত্রনায়ক ফারুক, অভিনেতা আফজাল হোসেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়িকা নিপুণসহ আরো অনেকে। তাদের সঙ্গেই ছিলেন বিন্দুও।
ব্র্যাকের অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে কথাও বলেন বিন্দু। জানান, দশ বছরের বেশি সময় ধরে ব্রাকের সেবা গ্রহণ করছেন তিনি। একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে নিয়মিত শরীর ফিট রাখতে পছন্দ করেন বিন্দু। যান নিয়মিত জিমেও।
ওই ম্যারাথনে অংশ নেয়া এক তারকা বলেন, আমিও দীর্ঘদিন পর বিন্দুকে দেখে অবাক হয়েছি। ওকে তো ভুলেই গিয়েছিলাম প্রায়। অনেকদিন পর ওকে পেয়ে বেশ কথা হলো। ভালো আছে বিন্দু।
এদিকে বিন্দুর হঠাৎ দেখা মেলায় আলোচনা হচ্ছে আবারো হয়তো শোবিজে ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী। আবারো ভক্তদের উপহার দিবেন নতুন নাটক, টেলিফিল্ম অথবা কোনো সিনেমা। এখন দেখার অপেক্ষা আবারো আড়ালে চলে যাবেন না কি ভক্তদের জন্য শোবিজ অঙ্গণে পথ চলবেন বিন্দু।
