শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শোবিজের যারা পাচ্ছেন একুশে পদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৬ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২১ নাগরিককে ২০১৯ সালের একুশে পদক দিচ্ছে সরকার। বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত তালিকাতে পদকপ্রাপ্তদের নাম জানানো হয়। এই তালিকায় শিল্পকলায় (অভিনয়, সংগীত, আলোকচিত্র ও চারুকলা) বিশেষ অবদান রাখার জন্য রাখা হয়েছে মোট আটজন শোবিজ ব্যক্তিত্বর নাম। এরমধ্যে একজন মরণোত্তর ব্যাক্তি রয়েছেন।

 

তারা হলেন- সুবর্ণা মুস্তাফা (অভিনয়), সুবীর নন্দী (সংগীত), লাকী ইনাম( অভিনয়), লিয়াকত আলী লাকী(অভিনয়), খায়রুল আলম শাকিল (সংগীত), সাইদা খানম (আলোকচিত্র),  জামাল উদ্দিন আহমেদ (চারুকলা) এবং সংগীতে বিশেষ অবদান রাখার জন্য মরণোত্তর একুশে পদক দেয়া হবে পপসম্রাট আজম খানকে।

এছাড়া ভাষা আন্দোলনে অবদানের জন্য একুশে পদক পেতে যাচ্ছেন- অধ্যাপক হালিমা খাতুন চৌধুরী (মরণোত্তর), অ্যাড গোলাম কিবরিয়া টিপু, অধ্যাপক মনোয়ারা ইসলাম। মুক্তিযুদ্ধে ক্ষিতিন্দ্র চন্দ বৈশ্য। গবেষনায় একুশে পদক পাচ্ছেন- ডক্টর বিশ্বজিৎ ঘোষ, ড. মাহবুবুল হক, শিক্ষায় ডক্টর প্রবণ কুমার বড়ুয়া। ভাষা ও সাহিত্যে যাদের একুশে পদক দেয়া হচ্ছে- রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের, হরিশংকর জলদাস।

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ পদক প্রদান করবে ২০ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে বিশেষ এই সম্মাননা তুলে দেবেন।