মুন্নাকে নিয়ে হিসাম মাল্টিমিডিয়ার তিন চলচ্চিত্র!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৫ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
‘ধুসর কুয়াশা’র পর এবার দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে আসছেন চিত্রনায়ক মুন্না। চলচ্চিত্রটিতে অভিনয়ের পাশাপাশি একই সঙ্গে পরিচালনায়ও থাকবেন তিনি। মুন্নার এই দ্বিতীয় চলচ্চিত্রের নাম ‘প্রহর’। এ মাসের শেষের দিকে এর শুটিং শুরু হবে বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন খোদ মুন্নাই।
তিনি বলেন, অনেকদিন ধরেই প্রহরের প্রি-প্রাডাকশনের কাজ চলছে। এখন তা প্রায় শেষের দিকে। এ মাসের মধ্যেই গান রেকডিং শুরু করবো। প্রহরে মোট চারটি গান থাকবে। এর মধ্যে একটি গানের কথা পছন্দ করেছি। ২-১ দিনের মধ্যেই বাকিগুলো চুড়ান্ত করে ফেলবো। গান রেকডিং শেষে শুরু হবে শুটিং।
‘প্রহর’-এ নায়িকা হিসেবে কাকে দেখা যাবে? জানতে চাইলে মুন্না বলেন, নায়িকা এখনো চুড়ান্ত করিনি। প্রথম শ্রেণীর একজন প্রফেশনাল নায়িকানে নেয়ার ইচ্ছা প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠিান হিসাম মাল্টিমিডিয়া। তবে এর বাইরে যদি মান সম্পর্ণ নতুন মুখ পাওয়া যায় সে বিষয়টিও বিবেচনায় রয়েছে প্রতিষ্ঠানটির। হিসাম মাল্টিমিডিয়া এই বছরে আমাকে নিয়ে তিনটি চলচ্চিত্র নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে। প্রহরের নায়িকাই থাকবে তিনটি চলচ্চিত্রে। আমার কাছে সময়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই যে সময় ও কাজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকে এমন কাউকে আমার চলচ্চিত্রটি নায়িকা হিসেবে আমি চাই।
মুন্নার কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত এবং হিসাম মাল্টিমিডিয়া প্রযোজিত এই চলচ্চিত্রটি সুন্দরবন, ভাওয়ালবন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন মনোরম স্থানে চিত্রায়িত হবে বলে জানান মুন্না। এর আগে হিসাম মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছিলো মুন্নার প্রথম চলচ্চিত্রটি ‘ধুসর কুয়াশা’। উত্তম আকাশ পরিচালিত এই চলচ্চিত্রটিতে মুন্নার সহশিল্পী ছিলেন চিত্রনায়িকা নিপূণ ও পূস্পিতা পপি। গত বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুসর কুয়াশা’।
