বিয়ের পরেও প্রাক্তনের সঙ্গে দীপিকা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩১ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। বলিউডে এক সময় তাদের প্রেম নিয়ে চর্চা কম হয়নি। পরে সেই প্রেমের অবসান ঘটিয়ে দীপিকা হলেন রণবীর সিং এর ঘরণী আর রণবীর কাপুরকে নিয়ে ঘর বাধার স্বপ্ন দেখছেন আলিয়া ভাট।
এদিকে, দীপিকার বিয়েতে রণবীর কাপুরকে দাওয়াত দেয়া হলেও সেখানে হাজির হননি তিনি। তাই ধরেই নেওয়া হয়েছিল, বিয়ের পর রণবীর কাপুর ও দীপিকার মধ্যে দূরত্ব হয়তো বেড়ে যাবে।
তবে সেরকম কিছুই ঘটছে না। কেননা, আবারো শুটিং ফ্লোরে আসছেন সাবেক প্রেমিক-প্রেমিকা।
তবে এবারের শুটিং ফ্লোরে তারা এক হয়ে আসছেন কোন ছবির কাজের নয়। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মডেল হয়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। ‘তামাশা’-খ্যাত এ জুটি বিজ্ঞাপনের শুটিং শুরু করেছেন।
শুধু বিজ্ঞাপনই নয়। রণবীর কাপুর-দীপিকা ভক্তদের জন্য সুখবর হয়ে আসছে চলচ্চিত্রও। চলতি বছরই নতুন একটি ছবিতে অভিনয় করবেন তারা। লাভ রঞ্জনের এ ছবিটির কাজ কয়েক মাসের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে।
