‘আমার সঙ্গে খেলতে আসো’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৯ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
পুনম পান্ডে মানেই বিতর্ক ও অবাধ যৌনতা। নিজেকে কীভাবে শিরোনামে রাখা যায় তা বেশ ভালোই জানেন। তাই আবারো খবরের শিরোনামে উঠে আসলেন এ তারকা।
সম্প্রতি পুনম পান্ডে একটি টুইটে লেখেন, ক্যাম প্লে উইথ মি। ওয়ানলি ওয়ান পুনম পান্ডে অ্যাপ।
এদিকে, এমন পোস্ট করতেই ভক্তদের সমালোচনার মুখে পরেনে তিনি। নেটিজেনদের দাবি, যৌন উত্তেজক বিষয় ছাড়া ভালো কোনো কিছু তার কাছ থেকে আশা করা বোকামি। সস্তা প্রচার ও ফলোয়ার বাড়াতে এটা তার দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে।
