‘কিস’ করছেন প্রিয়া প্রকাশ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৬ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
চোখ মেরে গত বছরই বিখ্যাত হয়েছিলেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। খুনসুটির সেই ছোট্ট ভিডিওটি নেটিজেনদের মন জয় করে নিয়েছিল। এ বার ভাইরাল হল প্রিয়া প্রকাশ ভারিয়ারের নতুন একটি ভিডিও।
নতুন ভিডিওতে চোখ মেরে নয়, সহ অভিনেতা রোশন আব্দুল রউফকে চুম্বন করছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মালয়লম ছবি ‘ওরু আধার লাভ’-এর নতুন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে রোশন আর প্রিয়াকে স্কুলের পোশাক পরে একসঙ্গে চুম্বন করতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
এদিকে, সম্প্রতি বলিউডেও পা রেখেছেন প্রিয়া। ‘শ্রীদেবী বাংলো’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। ফেব্রুয়ারির ১৪ তারিখ মুক্তি পাবে ‘ওরু আধার লাভ’ ছবিটি। এই ছবির ৩০ সেকেন্ডের একটি ভিডিওই গত বছর জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিল ১৯ বছর বয়সী এই অভিনেত্রীকে। এখন দেখার ছবিটি দর্শকদের মনে কেমন জায়গা করে নেয়।
