সালমান মুক্তাদিরের ‘অভদ্র প্রেম’!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২১ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
দেশের অন্যতম সেরা ইউটিউবার সালমান মুক্তাদির। বিভিন্ন সময় নিজের প্রেম ভালবাসা কিংবা কাজের জন্যও খবরে শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে সব কিছুই পিছনে ফেলে আবার নতুন করে শুরু করাই যেন তার কাজ।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ জয়ী জেসিয়া ইসলামের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে চারদিকে এখন সমালোচনার ঝড় বইছে। আর ঠিক তখনই সব কিছুকে পিছনে ফেলে আবারো কাজে নেমে পরলেন সালমান। ‘অভদ্র প্রেম’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে আবারো দর্শকদের মাঝে হাজির হচ্ছে তিনি।
সম্প্রতি নিজের ফেসবুকে পোস্ট করে ভক্তদের এমন কথাই জানালেন সালমান মুক্তাদির।
সালমান মুক্তাদিরের পোস্ট করা স্ট্যাটাসে তিনি লিখেছেন, আর মাত্র দুইদিন বাকি। ব্রাউনফিসের ভিডিও তাদের জন্য যারা দুঃখ এবং ভালবাসার গান শুনে ক্লান্ত হয়ে পড়েছেন।
সৌভিক আহমেদ বলেন- গানটি সালমানকে আমি এভাবে বাস্তবে কখনো দেখি নাই। তাই এটা সত্যিই নতুন অভিজ্ঞতা।
এদিকে ‘অভদ্র প্রেম’ মিউজিক ভিডিওটির শুটিং এর দৃশ্যও নিজের শেয়ার করেছেন সালমান মুক্তাদির।
