বাগদান সারলেন জেনিফার লরেন্স!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৮ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
বাগদান সেরেছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। গত সপ্তাহ প্রেমিক আর্ট ডিলার ম্যারোনির সঙ্গে ডিনার ডেটে যান এ অভিনেত্রী। এরপরে তার হাতে রিং দেখা গেলে এমন গুঞ্জনই উঠে।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে, গত বছর দীর্ঘ দিনের বন্ধু লউরা সিম্পসনের সঙ্গে দেখা হয় জেনিফারের। তখন ম্যারোনির সঙ্গে পরিচয় হয় জেনিফারের।
মাত্র ২২ বছর বয়সে মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স ২০১২ সালে রোমান্টিক কমেডি ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবিতে অভিনয় করেন। এ ছবিতে অভিনয়ের সুবাদে দর্শকপ্রিয়তার পাশাপাশি ৭০তম গোল্ডেন গ্লোবের আসরে জেনিফার লরেন্স কমেডি ও মিউজিক্যালে সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে পুরস্কার জেতেন।
পাশাপাশি অস্কারের ৮৫তম আসরে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও জেতেন মার্কিন এই অভিনেত্রী।
এর আগে অভিনেতা নিকোলাস হল্ট ও চলচ্চিত্র নির্মাতা ড্যারেন আরোনফস্কির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জেনিফার লরেন্স।
