শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

কী করলেন সুহানা খান? ফের ভাইরাল শাহরুখ মেয়ের ছবি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৪ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

তিনি তৈরি হচ্ছেন আগামী প্রজন্মের নায়িকা, অন্তত এমনটাই শোনা যাচ্ছে বলিউডে। ইতোমধ্যেই নাকি শুরু হয়েগিয়েছে তার হাতেখরি। চলছে প্রস্তুতি। তিনি আর কেউ নন, শাহরুখ খানের মেয়ে সুহানা খান। 

 

সম্প্রতি নাটকের একটি অংশের স্টিল ছবিকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা। কলেজের অনুষ্ঠানের একটি নাটকে মূল চরিত্রে অভিনয় করছেন সুহানা। বিপরীতে রোমিও-র ভূমিকায় তারই এক সহপাঠি। নাটকের নাম রোমিও জুলিয়েট, জুলিয়েটের ভূমিকাতেই ছিলেন সুনাহা খান। 

ছবিতে দেখা যাচ্ছে চরিত্রের মধ্যে সম্পূর্ণ ডুবে রয়েছেন সুহানা। পরনে সাদা লং ড্রেস, মুখে উদ্বেগ, এলোমেলো চুল। তার এই সাজই বলার অপেক্ষা রাখে না সে যথার্থই ‘বাপ কা বেটি’। ছবিতে সঙ্গে রয়েছেন নাটকে তার সহ অভিনেতাও। 

 

নাটকের স্টিল সহ, পোস্টারের ছবিগুলি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন নায়িকা। আর এর কিছুক্ষণ পরেই একটি ছবি শেয়ার করেছেন কিং খান নিজে। সেখানে প্রশংসা করেছেন নাটকের টিমকে। সঙ্গে মেয়ের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন বাবা।