পরীর ‘আমার প্রেম আমার প্রিয়া’ ৪৫ প্রেক্ষাগৃহে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৮ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
স্বপ্নজালের পর প্রেক্ষাগৃহে দর্শকের মুখোমুখি হচ্ছেন ঢালিউড সুন্দরী পরীমনি। শুক্রবার থেকে প্রায় এক বছর পর হলের দর্শকেরা দেখতে পাবেন তাকে। ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘আমার প্রেম আমার প্রিয়া’।
এতে পরীর সঙ্গে দেখা যাবে তরুণ নায়ক কায়েস আরজুকে। ‘আমার প্রেম আমার প্রিয়া’ পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। শুক্রবার থেকে সারা দেশে ৪৫টি সিনেমা হলে চলচ্চিত্রটি দেখা যাবে বলে এর পরিচালক শামীমুল ইসলাম শামীম ডেইলি বাংলাদেশেকে জানিয়েছেন।
শামীম বলেন, ‘আমার প্রেম আমার প্রিয়া’ চলচ্চিত্রটির গল্প একটি রোমান্টিক প্রেমের উপর কেন্দ্র করে গড়ে উঠেছে। যে কারণে আমরা আগামী ভালোবাসা দিবসে দর্শকদের মুখোমুখি হচ্ছি চলচ্চিত্রটি নিয়ে। আমি সব দর্শকের উদ্দেশ্যে বলছি, আপনারা সিনেমা হলে এসে ‘আমার প্রেম আমার প্রিয়া’ দেখুন। যদি চলচ্চিত্রটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনি আরো দুজনের কাছে সে কথাটি ছড়িয়ে দিন। আর যদি ভালো না লাগে তাহলে আপনি সেকথা একশ জনকে বলুন।’
‘আমার প্রেম আমার প্রিয়া’ চলচ্চিত্রটিতে বেশ কিছু চমক রেখেছেন পরিচালক। অমর নায়ক সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’ চলচ্চিত্রের শ্রোতাপ্রিয় গান ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ রিমেক করা হয়েছে এই চলচ্চিত্রে। গানটিতে সালমান শাহের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা শাবনূর। জাকির হোসেন রাজুর কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও আগুন। আর এই গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন কায়েস আরজু ও পরীমনি। নতুন করে গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ইমরান ও পড়শী।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ চলচ্চিত্রে গান থাকছে মোট ছয়টি। ‘আমার প্রেম আমার প্রিয়া’র চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। পরী-আরজু ছাড়া এতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।
