বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪   বৈশাখ ২৬ ১৪৩১   ০১ জ্বিলকদ ১৪৪৫

ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

দেশে ভেনামি চিংড়ি চাষের ব্যাপারে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে 'ইউনরক ইন্টারন্যাশনাল এর প্রতিনিধিদলের সঙ্গে দেশের চিংড়ি চাষ এবং রপ্তানির ব্যাপারে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

`ইউনরক ইন্টারন্যাশনাল' এর ৫-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল বাংলাদেশের চিংড়ির উৎপাদনহ্রাস এবং কয়েকবছর ধরে এর রপ্তানি আয় কমে যাওয়ার কারণ তুলে ধরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। 

 

৭২ ভাগ বিশ্ববাজার দখলকারী স্বল্পখরচে উৎপাদনযোগ্য ভেনামি চিংড়ির বর্তমান অবস্থান তুলে ধরে তারা বাংলাদেশেও এটির চাষাবাদের জন্য প্রতিমন্ত্রীর নিকট অনুমতি এবং চিংড়ির উৎপাদন ও রপ্তানিসহ ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

ইউনরক ইন্টারন্যশনাল খুলনা বিভাগের চিংড়িপ্রধান ৩টি জেলার ১০টি উপজেলায় ২৫ হাজার চিংড়ি চাষীকে দেশী চিংড়ির চাষাবাদে উদবুদ্ধকরণসহ বিদেশে চিংড়িরপ্তানির কার্যক্রম পরিচালনা করে থাকেন।