ক্যানসার নির্ণয়ে বাংলাদেশি বিজ্ঞানীর অসাধারণ আবিষ্কার
ডেস্ক রিপোর্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ক্যানসার চিহ্নিতকরণে বাংলাদেশি এক বিজ্ঞানীর আবিষ্কারের ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ এই পরীক্ষার মাধ্যমে খুব সহজে ক্যানসার চিহ্নিত করা যাবে, ফলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে৷ খবর: ডয়েচে ভেলে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু আলী ইবনে সিনা'র এই কাজ ক্যানসার পরীক্ষার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য এনেছে৷
নতুন এই পদ্ধতিতে কেবল রক্ত ও টিস্যু পরীক্ষার প্রয়োজন হয়৷ এই পরীক্ষাটি একটি বিশেষ ধরনের ডিএনএ পরীক্ষার উপর ভিত্তি করে তৈরি করেছেন তারা৷ তারা বলছেন, ভিন্ন ধরনের ক্যানসারের ডিএনএন'র বৈশিষ্ট্য ভিন্ন৷
ঐ রক্ত পরীক্ষার মাধ্যমে জীনগত বৈশিষ্ট্য ধরা পড়ে যার মাধ্যমে কী ধরনের ক্যানসার তা নির্ণয় করা যায়৷ ফলে খুব সহজে ক্যানসার চিহ্নিত করা যাবে৷ এর অর্থ হলো, যত দ্রুত ক্যানসার নির্ণয় করা যাবে, তত দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে৷
বর্তমানে ইবনে সিনা কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন৷ এই গবেষণা দলে তার সঙ্গে ছিলেন আরও দু'জন বিজ্ঞানী৷
গত বৃহস্পতিবার ভিডিওটি তাদের ফেসবুক পাতায় পোস্ট করে ‘টগবগ'৷ এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ১ লাখ ৬৩ হাজার বার৷ শেয়ার হয়েছে প্রায় সাড়ে তিন হাজার বার৷