শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

চিৎপটাং মরিনহো

ডেস্ক রিপোর্ট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

হাতে মরিনহোর সময়ের কমতি নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকলে এখন ব্যস্ত সময় কাটত তার। কিন্তু এখন অফুরন্ত সময় নিয়ে ঘুরে-ফিরে বেড়াচ্ছেন মরিনহো। তারই অংশ হিসেবে বিশেষ আমন্ত্রনে 'আইস হকি' ম্যাচ দেখতে গিয়েছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ, চেলসি এবং ম্যানইউ কোচ। কিন্তু তিনি তো আর বরফে হকি খেলতে অভ্যস্ত নন। এমনকি চলাফেরায়ও কাঁচা। হলেন চিৎপটাং। 

ঘটনাটা ৪ ফেব্রুয়ারির। রাশিয়ার দুই আইস হকি টিমের খেলায় বিশেষ আমন্ত্রন পান তিনি। দেশটির হকি লিগ 'কেএইচএলের' ম্যাচ ছিল এটি। আর দুই দল এসকেএ এবং অ্যাভনগার্ডের ম্যাচ ছিল এটি। মরিনহোর জন্য দেওয়া হয় লাল গালিচা। সম্মান এবং যাতে বরফের ওপর তিনি হাঁটতে পারেন সেই সুবাদে।

মরিনহো আসেনও গালিচা ধরে হেঁটে। কিন্তু দুই অধিনায়কের কাছে আসতেই ভারসাম্য হারান তিনি। দুই দলেরই অধিনায়ক বাড়িয়ে দেন তাদের হাত। কিন্তু মরিনহোর পড়ে যাওয়া ঠেকাতে পারেননি তারা। মরিনহো পিছনের দিকে পা বাড়াতেই হারান তার ভারসাম্য।

মরিনেহা পড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা নিচ্ছেন অনেকে। কেউ টুইট করে বলছেন, সম্মানিত অতিথী এসেই চিৎপটাং। কারো মতে, মরিনহো ম্যানইউয়ের চাকরি হারানোর পর এখনও দাঁড়াতে শেখেননি। কেউ আবার নিছক মজা করে করছেন বিভিন্ন টুইট।