শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

সালাকে বহনকারী বিমান থেকে দেহাবশেষ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালাকে নিয়ে তার বিমান নিঁখোজ হয় গত ২১ জানুয়ারি। এরপর সন্ধান মেলে বিধ্বস্ত হওয়া সেই বিমানের ধ্বংসাবশেষের। সেই বিমানে দেহবশেষ থাকার কথাও নিশ্চিত করেন অনুসন্ধানকারীরা। সেই দেহবশেষ উদ্ধার করা হয়েছে। তবে তা দেখে চেনার উপায় নেই দেহবশেষটি সালার নাকি তার পাইলট ডেভিড ইবোটসনের।

উদ্ধারকরা ওই দেহাবশেষ নিয়ে যাওয়া হয়েছে পোর্টল্যান্ডে। সেখান থেকেই সেটি পরীক্ষ-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। এরপরই নিশ্চিত হওয়া যাবে দেহাবশেষটি সালা নাকি বিমানের পাইলট ইবোটসনের।

সালার বিমান বিধ্বস্ত হওয়ার পর বৈরি আবহাওয়ার কারণে অনুসন্ধান তৎপরতা ঠিকঠাক পরিচালনা করতে পারেননি কৃতপক্ষ। এরপর বাতিল ঘোষণা করা হয় উদ্ধারকাজ। পরে বেসরকারিভাবে 'ইয়ার অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ' অনুসন্ধান কাজে নামে। গত রোববার বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার তথ্য তারাই নিশ্চিত করে।

ওয়েলসের ক্লাব কার্ডিফ সিটি তাদের ইতিহাসের রেকর্ড ১৭ মিলিয়ন ইউরো খরচ করে ফরাসি ক্লাব নতেঁ থেকে ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলারকে দলে নেয়। যদিও নতেঁকে এখনো কোন অর্থ দেয়নি কার্ডিফ সিটি। সালার পরিবার, পরিজন আছেন সালার সন্ধানের আশায়। ফুটবল বিশ্বও চেয়ে আছে সেদিকে। ওদিকে নতেঁ ও কার্ডিফ সিটির মধ্যে অর্থ নিয়ে বিরোধ শুরু হয়ে গেছে। দশ দিনের মধ্যে অর্থ পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেবার কথা জানিয়েছে নতেঁ।