মনোজ-ঈশানার ‘গানের স্পর্শে তুমি’
ডেস্ক রিপোর্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
উদীয়মান গায়ক মনোজের গান শুনে তার প্রেমে পড়ে ঈশানা। প্রেমের সর্ম্পক চলাকালে পরিবারের ইচ্ছায় মনোজের বিয়ে হয় সানজিদার সঙ্গে। দোটানায় পড়ে যায় মনোজ। ঈশানা এবং সানজিদার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। শুরু হয় ত্রিভুজ প্রেমের এই টানাপোড়ান।
এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘গানের স্পর্শে তুমি’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক ও ঈশানা খান। নিডো খানের প্রযোজনা অরিত্র ক্রিয়েটিভ হোমের ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। সাজারি জান্নাত তিথির গল্পে নাটকটি নির্মাণ করেছেন নাট্যকার আল হারুন।
নাটকটি প্রসঙ্গে আল হারুন বলেন, ‘নাটকের গল্পে দর্শক টুইস্ট পাবে। নাটকের শেষ অংশ একটা চমক আছে। মনোজ, ঈশানাসহ বাকি শিল্পী খুব ভালো অভিনয় করেছেন। আমার বিশ্বাস নাটকটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’ মনোজ-ঈশানা ছাড়াও নাটকে আরো অভিনয় করেছেন সানজিদা তন্ময়, আঁচল হোসেন, শিখা মৌ প্রমুখ। আজ রাত ৯টায় বাংলা টিভিতে প্রচার হবে নাটকটি।
