`সাংবিধানিক ধারা রক্ষায় সশস্ত্র বাহিনীকে অবদান রাখতে হবে`
ডেস্ক রিপোর্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
দেশ-জাতির কল্যাণে গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনীকে অবদান রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ২০১৮-২০১৯ গ্র্যাজুয়েশন কোর্সের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সে বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বহির্বিশ্বেও সুনাম অর্জন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের কৃতিত্ব সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
তিনি বলেন, ভবিষ্যতেও দেশ-জাতির কল্যাণে এবং গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে আমাদের সশস্ত্র বাহিনীকে অবদান রাখতে হবে। যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে তা যেন এগিয়ে নিয়ে যেতে পারি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল এনায়েত উল্যাহ।
