বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

`যেকোনো সময় সংসদে যাবেন এরশাদ`

ডেস্ক রিপোর্ট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের জানিয়েছেন, সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে দেশে ফেরা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যেকোনো সময় সংসদে যোগ দেবেন। বিরোধীদলীয় নেতা এরশাদ সুস্থ আছেন।

সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ শেষে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বনানীতে দলীয় কার্যালয়ে এসব কথা বলেন জিএম কাদের।

৩০ ডিসেম্বরের নির্বাচনে ২২ আসন পাওয়া জাতীয় পার্টি ৪টি নারী আসন ভাগে পেয়েছে। চারটি পদের বিপরীতে দলটিতে প্রার্থীর সংখ্যা ৫৮ জন। তাদের মধ্যে ২৮ জন মঙ্গলবার মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দিয়েছেন।