বন্দীদের ফোনের কথোপকথন রেকর্ড হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ফোনে আত্মীয়-স্বজনদের সঙ্গে কারাবন্দীদের কথোপকথন রেকর্ড করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সাংসদ দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারাবন্দীদের আত্মীয়-স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলার পাইলট প্রকল্প টাঙ্গাইল জেলার কারাগারে শুরু হয়েছে। টেলিফোনে কথা বলার কার্যক্রম অন্যান্য কারাগারে চালু করার জন্য দেশের সকল কারাগারে ‘প্রিজন লিংক স্থাপন’ শিরোনামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।’
আত্মীয়-স্বজনদের সঙ্গে কারাবন্দীদের ফোনে কথোপকথন রেকর্ড করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সিনিয়র জেল সুপারের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি সার্বিক বিষয়টি মনিটরিং করবে।’
তবে আলোচিত সন্ত্রাসীরা কারাগার থেকে ফোনে কথা বলার সুবিধা পাবেন না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘জঙ্গি, টপ-টেরর ও বিভিন্ন আলোচিত মামলার স্পর্শকাতর বন্দীদের এ সুবিধার বাইরে রাখা হবে। এতে করে কারাগার থেকে মোবাইল ফোনে অপরাধে মদদ দেয়ার কোনো সুযোগ থাকবে না।’
