রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য  সাত দিনের সফরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার রাত ১২টা ২০ মিনিটে সিঙ্গাপুর রওনা হন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন আবদুল হামিদ। চিকিৎসা শেষে আগামী ১৩ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। 

এদিন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি।

এছাড়া এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, তিনবাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।