ম্যাথিউস-মেন্ডিসের সেঞ্চুরিতে শ্রীলংকার লড়াই
খেলা ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কুশল মেন্ডিস, দু’জনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাদের ব্যাটে পরাজয় এড়িয়ে ড্রয়ের স্বপ্ন দেখছে শ্রীলংকা। ছবি: সংগৃহীত
অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং কুশল মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে লড়াই করছে শ্রীলংকা। নিউজিল্যান্ড সফরে চলমান ওয়েটলিং টেস্টের প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হাথুরুসিংহের শীষ্যরা। জবাবে টম লাথামের ডাবল সেঞ্চুরিতে ৫৭৮ রানের পাহাড় গড়ে স্বাগতিক নিউজিল্যান্ড।
২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় শ্রীলংকা। স্কোরবোর্ডে ১৩ রান জমা করতেই ফেরেন গুনাথিলাকা, করুনারত্নে এবং ধনানজয়া ডি সিলভা।
১৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলের হাল ধরেন ম্যাথিউস এবং কুশল মেন্ডিস। চতুর্থ উইকেটে ২৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। আর এই পার্টনারশিপেই ক্যারিয়ারে ষষ্ঠ এবং নবম সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস ও ম্যাথিউস।
তাদের জোড়া সেঞ্চুরিতে চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ২৫৯ রান। এখনও ৩৭ রানে পিছিয়ে রয়েছে শ্রীলংকা। ১১৬ ও ১১৭ রানে অপরাজিত আছেন মেন্ডিস ও ম্যাথিউস।
মেন্ডিস-ম্যাথিউসের জোড়া সেঞ্চুরির পরও পরাজয়ের শঙ্কায় শ্রীলংকা। চতুর্থ দিনের মতো বুধবার শেষ দিনে দুর্দান্ত ব্যাটিং করে বড় লিড নিতে না পারলে পরাজয় নিশ্চিত লংকানদের।
