যেন অবিকল অনুশকা, তাহলে কি ভোলবদল করেছেন নায়িকা?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
কী এমন হল যে রাতারাতি লুক বদলে ফেললেন বিরাট পত্নি অনুশকা। তাও আবার নেহাত মেকওভার নয়, এ যেন একেবারে আমূল ভোলবদল। প্লাস্টিক সার্জারি করলেন? কসমেটিক সার্জারি? নতুন সিনেমার লুক নাকি অন্যকিছু।
ছবিটা নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পরই এমন হাজারও প্রশ্ন ঘুরতে শুরু করেছে নেটিজেন মহলে। সত্যিই এক ঝলকে দেখে বোঝার উপায় নেই যে তিনি অনুশকা শর্মা নন, অন্য কেউ।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি শ্বেতাঙ্গ মহিলার ছবি। পাশে কোলাজ করা অনুশকা শর্মা। আর এই ছবিই এখন অন্যতম চর্চিত বিষয় নেটপাড়ায়। কিন্তু কে এই মহিলা? ইনি হলেন মার্কিন গায়িকা জুলিয়া মাইকেল।
অনুশকার মতোই হুবহু একই রকম দেখতে তাকে। হামসাকাল যাকে বলে। শুধু গান গাওয়াই নয়, ব্রিটনি স্পেয়ার, জাস্টিন বাইবার, সেলেনা গোমজ-এর মতো প্রথম সারির মার্কিন তারকাদের জন্য গানও লিখেছেন জুলিয়া। শুধু তাই নয়, ছবি ঘিরে ইতোমধ্যেই মিমও তৈরি হয়েছে স্যোশাল সাইটে।
