পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাঞ্জেলিনা জোলি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছেন। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান।
সেখানে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে তিনি বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা বিষয়ে আলোচনা হবে।
এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জোলির বৈঠক করার কথা রয়েছে।
তিনদিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছান জোলি। ওইদিনই তিনি কক্সবাজার যান। সেখান থেকে বুধবার সকালে তিনি ফের ঢাকায় আসেন।
দুইদিন রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে তিনি সংবাদ সম্মেলন করেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ ও তাদের প্রত্যাবর্তনের ব্যবস্থার জন্য তিনি মিয়ানমারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
