পপির উপর ক্ষেপেছেন মাহফুজর, করলেন অকথ্য গালিগালাজ!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
এবার চিত্রনায়িকা পপির উপর ভীষণভাবে ক্ষেপেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। শুধু তাই নয় এই নায়িকাকে কটাক্ষ্য করে করেছেন অকথ্য ভাষায় গালিগালাজও।
সম্প্রতি এটিএন বাংলার কার্যালয়ে চ্যানেলটির সময় ও অসময়ের গল্প সিরিজের নাটকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এ গালিগালাজ করেন মাহফুজুর।
এসময় তিনি পপিকে উদ্দেশ্য করে বলেন, পপি একটা হারামজাদী। খুব খারাপ করেছে সে। একদিন এক সিনেমায় (সাহসী যোদ্ধা) তার মেকআপ ঠিক করে দিয়েছিলাম। এটা নিয়ে সে বলেছে আমি নাকি তার মেকআপম্যান। নিউজ হয়েছে। শয়তান মেয়ে কাজটা খারাপ করেছে। এই হারামজাদীকে যেন এটিএনের ত্রি-সীমানায় না দেখি।
ড. মাহফুজুর রহমান সেসময় বলেন, পরপর ৫টা ছবিতে আমি তাকে নিয়েছি। কিন্তু আমি তাকে মেকআপ করিয়েছি এটা কিভাবে সে ফেসবুকে লিখলো? পপি এর জন্য আমার পা ধরে মাপ চাইছে। আমি তাকে বলেছি, মাপ করবো যদি ক্যামেরার সামনে আমার পা ধরে ক্ষমা চাও। আর দর্শক সেটা দেখবে।
তিনি আরো বলেন, আমি সবসময় নতুনদের সুযোগ দিয়ে দেই। নতুনদের বেলায় আমি নিজেই সব করে দেই। গানের বেলায় আমি নিজেই সুর করি, নিজেই গাই, আবার নিজেই মেকাপ করি।
মূলত পপিকে মেকআপ করা একটি ছবি প্রকাশ হওয়া নিয়ে এই ক্ষোভ প্রকাশ করেন ড. মাহফুজুর রহমান। তার এসব বলার ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। অনেকেই ভিডিওটি দেখার পর বলছেন মাহফুজুরের এমন একজন শিল্পীকে নিয়ে ওপেন এমন বক্তব্য দেয়া ঠিক হয়নি। তার শুভ বুদ্ধির উদয় হোক।
