রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

বিএনপির ইলেকশন ফোবিয়া হয়েছে: কাদের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫২ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একের পর এক পরাজয়ে, বিএনপির ইলেকশন ফোবিয়া হয়ে গেছে। তাই তারা ভয় পাচ্ছে নির্বাচনে অংশ নিতে।

 

বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সভা সমাবেশ করতে চাইলে তারা অনুমতি পাবেন কিন্তু তা রাস্তায় করতে পারবেন না। দলের শোচনীয় পরাজয়ের কারণেই বিএনপি কালো ব্যাজ ধারণ করেছে।  

 

উপজেলা নির্বাচন বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনও সময় মতো এবং নিরপেক্ষভাবে হবে। যাদের মনোনয়ন দেয়া হবে তাদের বিষয়ে সব অভিযোগ বা তথ্য খতিয়ে দেখা হবে।