রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

দেশে প্লাস্টিকের চাল তৈরির বিষয়টি সত্য নয়: কৃষিমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

দেশে প্লাস্টিকের চাল তৈরির বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

 

বুধবার সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ দাবি করেন।

এ সময় তিনি  বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় বিনিয়োগ বাড়বে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দক্ষ কারিগর তৈরিতে প্রযুক্তিগত সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।