শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

আয়নাটা নতুনের মতো!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

সবাইকে তাক লাগিয়ে দেয়ার জন্য ত্বকের যত্ন বা সাজগোজ সবই চলে আয়নার সামনে। আয়নাটা নতুনের মতো পরিষ্কার থাকলেই আমাদের নিজেদেরকে দেখতে যেমন ভালো লাগবে, অন্যের কাছে রুচিও তুলে ধরবে। 
 

 

অনেক সময় আয়নায় পানি বা কসমেটিকসের দাগ পড়ে যায়। জেনে নিন, প্রয়োজনের প্রিয় আয়নাটি কীভাবে পরিষ্কার রাখবেন: 

•    প্রতিদিনই বাইরের ধুলো এসে আয়নায় পড়ে, তাই নরম কাপড় দিয়ে দিনে একবার মুছে নিন 
•    সপ্তাহে একদিন আধা কাপ ভিনেগার এবং পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে আয়নায় স্প্রে করুন। এবার নিউজপেপার বা সুতি কাপড় দিয়ে আয়নটি মুছে ফেলুন 

•    আয়নার দাগ তুলতে এক চা চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন। 


শুধু ‍আয়না নয়, চারদিকের ফ্রেমও ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে।