শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

জীবনের কথায় মাহতিমের কণ্ঠে ‘যদি’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৪ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

সময়ের আলোচিত কণ্ঠশিল্পী মাহতিম শাকিব ‘যদি’ শিরোনামের নতুন গান নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন। আসন্ন ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল সলিউশন’র ইউটিউব চ্যানেলে ভিডিওতে প্রকাশ পাবে গানটি।

 

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন নাজির মাহমুদ। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গানটির রেকর্ডিং হয়েছে । 

মাহতিমের ‘যদি’র ভিডিওতে থাকছেন দুজন জনপ্রিয় মডেল। এর স্টুডিও অংশে দেখা যাবে মাহতিম শাকিবকে। ভিডিও নির্মাণ করছেন সঞ্জয় সমাদ্দার।

গানটি প্রসঙ্গে মাহতিম শাকিব বলেন,  প্রথমবার জীবন ভাইয়ের কথায় গাইলাম। আমার কণ্ঠ মাথায় রেখেই গানটি লিখেছেন তিনি। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদি।

এ প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন,  মাহতিম’র কণ্ঠ এরইমধ্যে সবার কাছে পরিচিতি পেয়েছে। ভারী মিষ্টি গলা তার। এই গানটি ভালোবাসার। কথা এবং সুরের ভিতর ডুবে গানটি গেয়েছে মাহতিম। আমার বিশ্বাস ভালোবাসা দিবসে গানটি সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় থাকবে ।