শনিবার   ১৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২১ সফর ১৪৪৭

ফ্রি ওয়াই-ফাই ব্যবহার কতটা নিরাপদ?

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

বিনা খরচে ইন্টারনেট ব্যবহার করতে কে না চায়। সব জায়গাতেই আমরা এই সুবিধাটা খুঁজি। বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ বা শপিংমলে গেলে ফ্রি ওয়াই-ফাই পেলেই কারণে-অকারণে আমরা ব্যবহার শুরু করি। কিন্তু কখনো কী ভেবে দেখেছেন, ফ্রি ওয়াই-ফাই কতটা নিরাপদ!

গবেষণা বলছে, পাবলিক বা ফ্রি ওয়াই-ফাই মোটেও নিরাপদ নয়। যে কোনো সময় তথ্য চুরি হবার ঝুঁকি থাকে। বিশেষ করে ধীরগতির ওয়াই-ফাই কানেকশান থাকলে বিপদ বেশি। কাজেই ফ্রি ওয়াই-ফাই সংযোগ ব্যবহারের ক্ষেত্রে অবশ্য করণীয় বেশকিছু বিষয় নিয়ে আজকের আয়োজন—

ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে অনলাইন শপিং বা ব্যাংকিং করবেন না। পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে অনলাইনে কেনাকাটা কিংবা ব্যাংকিং লেনদেন খানিকটাও নিরাপদ নয়। মোবাইল ইন্টারনেট এক্ষেত্রে নিরাপদ।

 

ফ্রি বা পাবলিক ওয়াই-ফাই সংযোগ ব্যবহারের ক্ষেত্রে ডিভাইসের অপারেটিং সিস্টেম হালনাগাদ করা হয়েছে কিনা, তা জেনে নিন। কারণ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ডিভাইসে সংরক্ষিত তথ্য হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা। শুধু পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের ক্ষেত্রে নয়, নিরাপত্তার স্বার্থে প্রত্যেকেরই সবসময় হালনাগাদ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস ব্যবহার করা উচিত।

ফোনে কোনো অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার না থাকলে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার নিরাপদ নয়। কারণ, ফোনে ক্ষতিকর ভাইরাস প্রবেশ রুখে দেয় অ্যান্টি-ভাইরাস। এক্ষেত্রে ডিভাইসে অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার থাকলে, তা কিছুটা নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া কাজ শেষ হলেই ডিভাইসকে ওয়াই-ফাই সংযোগ থেকে বিচ্ছিন্ন করে রাখুন। কারণ ২৪ ঘণ্টা অনলাইনে থাকা মানে হ্যাকিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা বেশি।

ভিপিএন সফটওয়্যার ছাড়া বিনামূল্যের ওয়াই-ফাই সংযোগ ব্যবহার পরিহার করুন। পাবলিক ওয়াই-ফাই সেবার নিরাপত্তা ব্যবস্থা সাধারণত দুর্বল হয়। ভিপিএন সফটওয়্যারের মাধ্যমে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার বাড়তি নিরাপত্তা দেবে।