খালিদা নাসরিন বানীর প্রথম মৌলিক গান ‘পরাণের আকুলে’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৭ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
প্রথমবার বাংলাদেশ থেকে প্রকাশিত হচ্ছে অভিবাসী বাঙ্গালী শিল্পী খালিদা নাসরিন বানীর প্রথম মৌলিক গান ‘পরাণের আকুলে’। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) গানটি ঢুলি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
গানের কথা লিখেছেন লুৎফর হাসান। সুরে এহসান রাহী এবং সঙ্গীতায়োজনে আমজাদ হোসেন। পল্লীগানের সুরের আদলে এই গানটি করা হয়েছে আধুনিক সঙ্গীতায়োজনে।
খালিদা নাসরিন বানী ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। সঙ্গীতের তালিম নিয়েছেন ছায়ানট বিদ্যাতয়ন থেকে। এছাড়া বাংলাদেশে প্রথিতযশা শিল্পীদের কাছ থেকে তার গান শেখার সুযোগ হয়েছে।
বৈবাহিক সুত্রে তিনি কানাডাতে থাকলেও বাংলা গানকে ধারণ করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিবেশন করছেন। সঙ্গীত পরিবেশন করেছেন- ফোবানা উৎসব, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া ও সাউথ এশিয়ান সঙ্গীত সম্মিলনে।
এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। বানীর কণ্ঠের ‘পরাণের আকুলে’ শিরোনামে গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।
মিউজিক ট্র্যাক এবং মিউজিক ভিডিও দুটোই বেশ ভালো হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্পী বানীসহ গানসংশ্লিষ্ট সকলে।
