বরুণ-শ্রদ্ধার ‘স্ট্রিট ড্যান্সার’ আসছে নভেম্বরে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪২ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর জুটি বেঁধে অভিনয় করছেন ‘স্ট্রিট ড্যান্সার’ সিনেমায়। সম্প্রতি রেমো ডি’সুজা পরিচালিত সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, চলতি বছর ৮ নভেম্বরে নাচের এই সিনেমাটি মুক্তি পাবে।
আলাদা দুইটি পোস্টারে বরুণ ও শ্রদ্ধাকে দেখা যাচ্ছে। দু’জনকেই উপস্থাপন করা হয়েছে হিপহপ গেট-আপে।
এদিকে বরুণ কিছুদিন আগে ভারতের অমৃতসরে সিনেমাটির শুটিংয়ে অংশ নেন। শ্রদ্ধা এবং নোরা ফতেহি আপাতত সিনেমার জন্য মুম্বাইয়েই রয়েছেন। বরুণ এবং ‘স্ট্রিট ড্যান্স’র বাকি টিম উড়াল দিয়েছে লন্ডনে।সিনেমাটির গল্পে দেখা যাবে একটি নাচের প্রতিযোগিতায় শ্রদ্ধা এবং নোরা দু’টি পরস্পরবিরোধী প্রতিযোগী দলের সদস্য। শ্রদ্ধা আপাতত ফাইনাল নাচের দৃশ্যের জন্য তালিম নিচ্ছেন। প্রায় পাঁচ ধরনের নাচ শিখছেন তিনি।
‘এবিসিডি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘স্ট্রিট ড্যান্সার’। দ্বিতীয় পর্বের মতো ‘এবিসিডি থ্রি’তেও জুটি বেঁধে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর।
বরুণ-শ্রদ্ধার পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে নৃত্য পরিচালক ধর্মেশ ইয়েলান্ডে, পুণিত পাঠাক, রাঘব জুয়ালকেও।
