প্রথমবার কাজী শুভ সুরে গাইলেন এন্ড্রু কিশোর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪০ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
সঙ্গীতশিল্পী কাজী শুভ’র সুরে প্রথমবার ‘অগণিত তারার মাঝে’ শিরোনামে একটি গানে গাইলেন এন্ড্রু কিশোর। সোমবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গানটির রেকর্ডিং হয়।
অগণিত তারার মাঝে/খুঁজি আমি তোমায়/চাঁদ থাকে অবিরাম/তোমারই পাহারায়- এমন কথার গানটি লিখেছেন সালাম খোকন। কাজী শুভর সুরে এর সঙ্গীতায়োজন করেন রাফি মোহাম্মদ।
গানটি প্রসঙ্গে কাজী শুভ বাংলানিউজকে বলেন, সত্যিই নিজের মধ্যে দারুণ ভালোলাগা কাজ করছে- এন্ড্রুদার জন্য গানটি করতে পেরে। তার গায়কী চিন্তা করেই গানটির সুর করেছি। গানটি গেয়ে দাদাও ভালোলাগা প্রকাশ করেছেন। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।
আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান কলের গান থেকে ‘অগণিত তারার মাঝে’ প্রকাশ পাবে।
