এটিএন-এ প্রতি শুক্রবারে সময় অসময়ের গল্প
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৪ এএম, ৬ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
দর্শকদের বিনোদনের চাহিদা পূরণের লক্ষ্যে সমকালীন গল্পে তরুণ প্রজন্মের নাট্যকার এবং পরিচালকেরা নির্মাণ করছেন এক ঘণ্টার নাটক। তাদের নির্মিত নাটকগুলো এটিএন বাংলায় প্রতি শুক্রবার রাত ৯টায় প্রচার হচ্ছে। এই ‘সময় অসময়ের গল্প’ স্লোগান নির্মিত এই সাপ্তাহিক নাটকগুলোতে তরুণ নাট্যকার ও নির্মাতার পাশাপাশি তরুণ প্রজন্মের অভিনয় শিল্পীরা অভিনয় করছেন।
এটিএন বাংলার জন্য বছরব্যাপি সাপ্তাহিক এই আয়োজনে ভূমিকা রাখছে বাস কমিনিকেশন। এই উপলক্ষে সোমবার সন্ধ্যায় এটিএন বাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আরএফএল প্লাস্টিকস এর এর হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা পীরজাদা হারুণ, বাস প্রোডাকশনস এর স্বত্ত্বাধিকারী ও নাট্য পরিচালক বি. ইউ. শুভ, নাট্য নির্মাতা রাইসুল তমাল, সাখাওয়াত মানিক প্রমুখ।
এসময় পীরজাদা হারুণ বলেন, আমাদের সমাজের অবক্ষয়ের অনত্যমন কারণ হচ্ছে টেলিভিশন নাটকের মানহীনতা। এখনকার বেশির ভাগ নাটকেই শুধু নায়ক নায়িকাকে লুতুপুতু করতে দেখা যায়। সেখানে পিতা-মাতা, দাদা-দাদি, চাচা, ফুপু বা পরিবারের অন্য সদস্যদের চরিত্রগুলো দেখা যায় না। মূলত পারিবারিক গল্পের নাটক এখন নির্মাণ না হওয়ার কারণে আমাদের সমাজে ভাঙন ও পরকিয়ারমত নানা ঘটনা বাড়ছে। এই বিষয়গুলো মোকাবিলা করতে পারিবারিক গল্পে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর সেই চিন্তা থেকে এটিএন বাংলা পারিবারিক গল্পের নাটক প্রচার বৃদ্ধি করেছে। এই জন্য চ্যানেলটিকে অনেক ধন্যবাদ।
সংবাদ সম্মেলনে নাটকের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনাতে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন সংশ্লিষ্ট সবাই।
