শনিবার   ১৬ আগস্ট ২০২৫   ভাদ্র ১ ১৪৩২   ২১ সফর ১৪৪৭

‘ভাইন’র সহ-প্রতিষ্ঠাতার আকস্মিক মৃত্যু

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ‘ভাইন’ এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও কলিন ক্রোল মৃত্যুবরণ করেছেন। নিউইয়র্ক সিটির ম্যানহাটনে নিজ বাসভবন থেকে কলিনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এইচ কিউ ট্রিভিয়ার এক মুখপাত্র কলিনের এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ৩৪ বছর বয়সী কলিন ‘ভাইন’ ছাড়াও জনপ্রিয় অ্যাপ ‘এইচ কিউ ট্রিভিয়া’রও সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, কলিনের অবস্থা দেখার জন্য তার বান্ধবি বারবার অনুরোধ করলে তারা কলিনের ফ্ল্যাটে প্রবেশ করে। সেখানে কলিনকে তারা মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তার নিথর দেহের পাশেই শক্তিশালী ‘প্যারাফার্ন্যালিয়া’ ড্রাগ পড়েছিল।

 

ট্রিভিয়ার আরেক সহ-প্রতিষ্ঠাতা রাস ইউসুপোভ কলিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে এক টুইট বার্তায় তিনি বলেন, বন্ধুকে হারানোর খবর পেয়ে আমি খুবই ব্যথিত। তার মহৎ হৃদয় ও উদারতার জন্য আমি তাকে সারা জীবন মনে রাখব। কলিন ইন্টারনেট ও বিশ্বকে একটি ভালো স্থানে পরিণত করেছেন। শান্তিতে ঘুমাও ভাই।